সঠিক উত্তর হচ্ছে: মিনিমাতা কনভেনশন
ব্যাখ্যা: পারদের ব্যবহার ও বাণিজ্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে \"পারদ বিষক্রিয়া সম্পর্কিত মিনামাতা কনভেনশন\" ১০ অক্টোবর, ২০১৩ তে ১৪০ টি কর্তৃক স্বাক্ষরিত হয়। এই সম্মেলনটির নাম জাপানি শহর \'মিনিমাতা\'র নামে নামকরণ করা হয়েছিল। সমুদ্রের পারদ অনিয়ন্ত্রিত নির্গমনের ফলে খাদ্য শৃঙ্খলে পারদ ব্যাপকভাবে যুক্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এবং অসুস্থ হয়েছিল। [তথ্যসূত্রঃ environmentalhistory.org]