সঠিক উত্তর হচ্ছে: ব্যঞ্জনের ক্ষেত্রে
ব্যাখ্যা: সমীভবন মানে সমান হওয়া বা এক হওয়া। সমীভবনে দুটি ভিন্ন ধ্বনির এক ধ্বনিতে পরিণত হওয়া বোঝায়। তবে সব সময় একেবারে এক ধ্বনিতে পরিণত হয় না, এক বর্গের কাছাকাছি ধ্বনিতে পরিণত হলেও তা সমীভবন হিসেবে গণ্য হয়।