সঠিক উত্তর হচ্ছে: ০৩ পর্ব
ব্যাখ্যা: বিষাদ-সিন্ধু, মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রিত উপন্যাস।হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসের মূল বিষয়।উপন্যাসটি তিনটি পর্বে সম্পন্ন করা হয়েছে। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]