সঠিক উত্তর হচ্ছে: ভবিষ্যতের বাঙালি
ব্যাখ্যা: বিশিষ্ট সাহিত্যিক এস.ওয়াজেদ আলী (১৮৯০-১৯৫১ খ্রি) রচিত \'ভবিষ্যতের বাঙালী\' (১৯৪৩) একটি প্রবন্ধ গ্রন্থ।তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- মুসলিম সংস্কৃতির আদর্শ (প্রবন্ধ), গুলদাস্তা (১৯২৭) ,প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩) ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]