সঠিক উত্তর হচ্ছে: সমীভবন
ব্যাখ্যা: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে।এ ব্যাপারকে বলা হয় সমীভবন।যেমন -জন্ম>জম্ম,কাঁদনা>কান্না, তৎ+হিত> তদ্ধিত ।\n[তথ্যসুত্রঃ বাংলা ব্যকরণ ও নির্মিত - নবম-দশম শ্রেণি - পৃষ্ঠা নং ২৮(পুরাতন সিলেবাস) ]