সঠিক উত্তর হচ্ছে: ১৮ক
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১৮ক নং অনুচ্ছেদে \'পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন\' সম্পর্কে বলা হয়েছে। ১৮ নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা, ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতা এবং ২৩ক অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্রজাতিসত্তা, নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে উল্লেখ আছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।