সঠিক উত্তর হচ্ছে: অধীত
ব্যাখ্যা: যা অধ্যয়ন করা হয়েছে\' এক কথায় প্রকাশ হবে- অধীত।\n\nপঠিত- পাঠ করা হয়েছে এমন। অধীত- পাঠ করা হয়েছে এমন।\n\nপঠিত ও অধীত দুটি শব্দই একই অর্থ প্রকাশ করলেও বিভিন্ন ব্যাকরণ বইয়ে \'যা অধ্যায়ন করা হয়েছে\' এই বাক্যটির এক কথায় প্রকাশ \'অধীত\' উল্লেখ করা হয়েছে।