সঠিক উত্তর হচ্ছে: অব্যয়ের বিশেষণ
ব্যাখ্যা: যে বিশেষণ পদ অব্যয়পদকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে।\nউদাহরণ:\nতোমার একটু পরেই আমি এসেছি।\nআমাদের মাথা ঠিক উপরেই উড়ছিল একঝাঁক মশা ।\nউদাহরণ দুটিতে \'একটু\' ও \'ঠিক\' বিশেষণ দুটি যথাক্রমে \'পরেই\' ও \'উপরেই\' অব্যয় দুটিকে বিশেষিত করছে। তাই \'একটু\' ও \'ঠিক\' অব্যয়ের বিশেষণ।