সঠিক উত্তর হচ্ছে: গণদেবতা
ব্যাখ্যা: ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তারাশংকর বন্দোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস। এক ক্ষয়িষ্ণু জমিদার বংশকে কেন্দ্র করে দেশের সমাজ ও রাজনৈতিক জীবনের নানা আন্দোলন ও পরিবর্তন ধাত্রীদেবতা উপন্যাসের উপজীব্য। এদিকে, গণদেবতা উপন্যাসের নির্যাস প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রামীণ সমাজে ক্ষয়িষ্ণু সামন্তবাদের সাথে নব্যধ[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]নবাদের দ্বন্দ্ব। এদিকে, একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।