সঠিক উত্তর হচ্ছে: ভবনদী
ব্যাখ্যা: রূপক কর্মধারয় সমাসের উপমান ও উপমিত পদ দুটিই অভিন্ন কল্পনা করে। এখানে ভব রূপ নদী - ভব ও নদী দুটি পদকে অভিন্ন ভেবে ভবনদী সমস্তপদ করা হয়েছে।\n চাঁদমুখে চাঁদ ও মুখকে তুলনা করলে মুখ বাস্তবে চাঁদের সাথে মিল নেই, তাই এটি উপমিত। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]