সঠিক উত্তর হচ্ছে: AB রক্তগ্রুপকে
ব্যাখ্যা: A গ্রুপের দাতা A ও AB রক্ত গ্রহীতাকে রক্ত দিতে পারে। তেমনি B গ্রুপের দাতা B ও AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারে । AB গ্রুপের গ্রহীতাকে A, B, AB ও 0 অর্থাৎ সকল গ্রুপের রক্ত দেখা যায়। এ কারণে AB গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা (Universal recipient) বলে।