সঠিক উত্তর হচ্ছে: জাপানি
ব্যাখ্যা: বিদেশ থেকে আগত শব্দ বিদেশি শব্দ নামে পরিচিত। আরবি, ফারসি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা। জাপানি কিছু শব্দ আজ বাংলা শব্দ হিসেবে পরিচিত। \'রিক্সা’ জাপানি শব্দ। এছাড়া জাপানি ভাষার আরো কয়েকটি শব্দ— হারিকিরি, প্যাগোডা, জুডো, হাসনাহেনা। গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ— চাহিদা, শিখ ৷ তুর্কি শব্দ- উজবুক, কুলি, বাবা, বেগম, বাবুর্চি, লাশ, সওগাত । [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]