সঠিক উত্তর হচ্ছে: চারু মজুমদার
ব্যাখ্যা: নকশালবাড়ি আন্দোলন হলো ভারতের একটি মাওবাদী আন্দোলন। এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।এদের লক্ষ্য ছিলো ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করা। ১৯৬৭ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রাম থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে যা পরবর্তীতে আর কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।[Source - বিবিসি বাংলা]