সঠিক উত্তর হচ্ছে: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ব্যাখ্যা: পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর (1378 বঙ্গাব্দ) মিত্রবাহিনীর নিকট ৯১,৫৪৯ জন সৈন্যসহ আত্মসমর্পণের পর স্বাক্ষরিত ঐতিহাসিক দলিলের প্রতিলিপি। \r\n\r\nঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৬ই ডিসেম্বর, ১৯৭১ শীতের পড়ন্ত বিকেল ৪টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময়) পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে লেঃ জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী, সামরিক আইন প্রশাসক জোন–বি এবং কমান্ডার ইস্টার্ন কমান্ড (পাকিস্তান) মিত্রবাহিনীর কাছে ঐতিহাসিক আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছেন। উক্ত অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। এছাড়া উপস্থিত ছিলেন গণবাহিনীর পক্ষে কাদের সিদ্দিকী, ভারতীয় নৌবাহিনীর ভাইস এডমিরাল কৃষ্ণ, ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল দেওয়ান, ভারতীয় সেনাবাহিনীর লে.জে. জেএফআর জ্যাকব।