সঠিক উত্তর হচ্ছে: লিঙ্গ পরিবর্তনে
ব্যাখ্যা: উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।