সঠিক উত্তর হচ্ছে: ১৪.৭২ পাউন্ড
ব্যাখ্যা: বায়ু একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তা বায়ুর চাপ নামে পরিচিত।হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়।পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ বিভিন্ন হয়।ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ১৪.৭২ পাউণ্ড এবং সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে বায়ুর চাপ ১০ নিউটন।আর স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ৩৪ ফুটের বেশি উচ্চতায় পানি ধরে রাখতে পারে না।