সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৪
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম ধ্রুব -চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং এর গীতিকার ও সুরকার হিসাবেও দ্বায়িত্ব পালন করেন। তিনি এতে নারদের ভূমিকায় অভিনয় করেন। কাহিনী রচয়িতা ছিলেন - গিরিশচন্দ্র ঘোষ। ছবিটি ১৯৩৪ সালের ১ জানুয়ারি কলকাতার ক্রাউন টকি হাউজে মুক্তি পায়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর