ব্যাখ্যা: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের ২য় ও ৪ র্থ বর্ণ হলো মহাপ্রাণ ধ্বনি। যেমনঃ খ, ঘ,ছ,ঝ ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।