সঠিক উত্তর হচ্ছে: উইলিয়ম কেরি
ব্যাখ্যা: উইলিয়াম কেরি বাংলা ভাষায় \'কথোপকথন\' (১৮০১) ও \'ইতিহাসমালা\' (১৮১২) গ্রন্থ রচনা করেন। ... তিনি বাংলা হরফের সংস্কার, অন্যান্য ভারতীয় ভাষার হরফ তৈরি করেন। রচনা করেন বাংলা ব্যাকরণ ও বাংলা-ইংরেজি অভিধান। তার উদ্যোগে ১৮১৮ সালে \'ফ্রেন্ড অফ ইন্ডিয়া\' নামে একটি পত্রিকাও প্রকাশিত হয়।