সঠিক উত্তর হচ্ছে: মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা: পাকিস্তানের গভর্নর-জেনারেল হল একটি পদমর্যাদা। ১৯৪৭ সালে দেশটির স্বাধীনতার পর থেকে সম্রাটের প্রতিনিধিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ১৯৫৬ সালে পাকিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এর মাধ্যমে ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটে এবং একই সাথে গভর্নর জেনারেল পদটি বিলুপ্ত করা হয়।\nমুহাম্মদ আলি জিন্নাহঃ (১৮৭৬–১৯৪৮)।\nদফতর গ্রহনঃ ১৪ আগস্ট ১৯৪৭.\nদফতর ত্যাগঃ ১১ সেপ্টেম্বর ১৯৪৮।\nরাজনৈতিক দলঃ পাকিস্তান মুসলিম লীগ।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]