সঠিক উত্তর হচ্ছে: যে অরণ্যে আলো নেই
ব্যাখ্যা: \'যে অরণ্যে আলো নেই\' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত নাটক। \n- প্রকাশিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। \n\n- সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘নীল দংশন\'।\n- রাবেয়া খাতুন রচিত উপন্যাস \'ফেরারী সূর্য\'।\n- হুমায়ূন আহমেদ রচিত ‘দেয়াল’ একটি রাজনৈতিক উপন্যাস।\n-------------------------\n- নীলিমা ইব্রাহিম ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।\n- নীলিমা ইব্রাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন।\n- তিনি আমৃত্যু মানুষের শুভ ও কল্যাণী চেতনায় আস্থাশীল ছিলেন। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধই ছিল তাঁর জীবনদর্শন।\n\nতাঁর রচিত নাটক:\n- দুইয়ে দুইয়ে চার\n- যে অরণ্যে আলো নেই\n- রোদ জ্বলা বিকেল\n- সূর্যাস্তের পর\n\nউৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।