সঠিক উত্তর হচ্ছে: ৫টি
ব্যাখ্যা: এর ভিতরে ঈমান হল প্রথম এবং প্রধান, তারপর পরের ধাপ গুলো। ইসলামকে একটা তাবুর সাথে তুলনা করলে যে তাবুর ৫ টি খুঁটি, ঈমান হলো মাঝের খুঁটি যেটা না থাকলে তাবু টিকবে না, আর বাকি ৪ টা হলো চারপাশের ৪ টা খুঁটি, যার যেকোনোটি না থাকলে সে পাশের অংশ পড়ে যাবে কিন্তু তাবু টিকে থাকবে যতক্ষণ মাঝের খুঁটি থাকবে।