সঠিক উত্তর হচ্ছে: ফ্রাংকেল
ব্যাখ্যা: \"ব্যাক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচার আচরণের সুবিন্যস্ত প্রকাশই হলো মূল্যবোধ\" উক্তিটি করেন বিখ্যাত সমাজবিজ্ঞানি ডব্লিউ পাম্ফ্রে।\"মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ\"- সংজ্ঞাটি দিয়েছেন সমাজবিজ্ঞানী ফ্রাংকেল।