সঠিক উত্তর হচ্ছে: ১৩৫২ সালে
ব্যাখ্যা: ১৩৫২ খ্রিষ্টাব্দে ইলিয়াস শাহ যখন পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁও আক্রমণ করেন তখন ফখরউদ্দিনের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ এর শাসনকর্তা ছিলেন। ইলিয়াস শাহ তাকে বিতাড়িত করে সোনারগাঁও অধিকার করেন। এভাবে তিনি বাংলার তিনটি প্রদেশ যথা সোনারগা ও লখনৌতিকে একত্রিত করে সমগ্র বাংলার অধিশ্বর হোন।