সঠিক উত্তর হচ্ছে: জন + এক
ব্যাখ্যা: এটি একটি স্বরসন্ধির উদাহরণ। সন্ধির নিয়মানুসারে, প্রথম পদের শেষে ‘অ-ধ্বনি’ বা ‘আ-ধ্বনি’ এর পর পরপদে ‘এ-কার’ থাকলে উভয়ে মিলে ‘ঐ-কার’ হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন- \r\n\r\n ? হিত + এষী = হিতৈষী\r\n ? জন + এক = জনৈক। \r\n\r\n\r\n ? [শর্টকাট : অ/আ + এ/ঐ = ঐ]