সঠিক উত্তর হচ্ছে: ১০০.৩ : ১০০
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী,
নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন। নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১০০.৩।
অন্যদিকে, অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী পুরুষ-মহিলা অনুপাত=১০০.২:১০০।