সঠিক উত্তর হচ্ছে: ইছামতি
ব্যাখ্যা: ইছামতি (১৯৫০) উপন্যাসের জন্যে বিভূতিভূষণ বন্দ্যোধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকার মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করে। এটি নীল বিদ্রোহের পটভূমিতে রচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলো হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, অংশনি সংকেত (অসমাপ্ত), আদর্শ হিন্দু হোস্টেল, দৃষ্টিপ্রদীপ, দেবযান ইত্যাদি। (