সঠিক উত্তর হচ্ছে: ফারসি
ব্যাখ্যা: ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় মূলত ১২শ থেকে ১৬শ শতাব্দীতে। ১২০৪ সালে বখতিয়ার খলজী বাংলা জয় করেন যা ছিল তৎকালে মুসলিম বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্ত। তৎকালীন ফার্সি ভাষা ছিল মধ্য এশিয়ায় প্রচলিত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় শাখার অন্তর্ভুক্ত একটি ভাষা।