সঠিক উত্তর হচ্ছে: আর্কিমিডিসের সূত্র
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ \r\n? লােহা পানিতে ভাসে না কিন্তু লােহার তৈরি জাহাজ পানিতে ভাসে। \r\n\r\n? আর্কিমিডিসের সূত্র দ্বারা জাহাজ পানিতে ভাসার কারণ ব্যাখ্যা করা যায়।\r\n\r\n? লােহার টুকরা পানিতে ভাসে না কারণ লােহার খণ্ড দ্বারা অপসারিত পানির গুঞ্জন লােহা খঞ্জে ওজনের চেয়ে অনেক কম। কিন্তু লােহার তৈরি হলেও জাহাজ পানিতে ভাসে কারণ জাহাজের ভিতরটা ফাঁপা। ফলে হাল যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। এতে জাহাজ পানিতে নামালে প্রথমে ডুবতে শুরু করে। খানিকটা ডুবার পর যখন অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে।\r\n\r\n? প্লিমসল লাইন (Plimsoll line) : অতিরিক্ত মাল বােঝাই এড়ানাের জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে প্লিমসল লাইন। বলে।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆