সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: প্রিয় স্বাধীনতা
\nশামসুর রাহমানমেঘনা নদী দেব পাড়ি
\nকল - অলা এক নায়ে।
\nআবার আমি যাব আমার
\nপাড়াতলী গাঁয়ে।গাছ - ঘেরা ঐ পুকুরপাড়ে
\nবসব বিকাল বেলা।
\nদু - চোখ ভরে দেখব কত
\nআলো - ছায়ার খেলা।বাঁশবাগানে আধখানা চাঁদ
\nথাকবে ঝুলে একা।
\nঝোপে ঝাড়ে বাতির মতো
\nজোনাক যাবে দেখা।ধানের গন্ধ আনবে ডেকে
\nআমার ছেলেবেলা।
\nবসবে আবার দুচোখে জুড়ে
\nপ্রজাপতির মেলা।হঠাৎ আমি চমকে উঠি
\nহলদে পাখির ডাকে।
\nইচ্ছে করে ছুটে বেড়াই
\nমেঘনা নদীর বাঁকে।শত যুগের ঘন আঁধার
\nগাঁয়ে আজো আছে।
\nসেই আঁধারে মানুষগুলো
\nলড়াই করে বাঁচে।মনে আমার ঝলসে ওঠে
\nএকাত্তরের কথা,
\nপাখির ডানায় লিখেছিলাম -
\nপ্রিয় স্বাধীনতা।