সঠিক উত্তর হচ্ছে: উইলিয়াম কেরী
ব্যাখ্যা: ১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কোলকাতায় উইলিয়াম কেরী বোডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।\nউইলিয়াম কেরি ইংরেজি: William Carey (১৭৬১ – ১৮৩৪) ছিলেন একজন মিশনারি ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, বিশেষ ব্যাপটিষ্ট মন্ত্রী, অনুবাদক, সামাজিক সংস্কারক, এবং সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ।তিনি ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটি, প্রথম ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয় ও শ্রীরামপুর কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল পত্রিকা ]