সঠিক উত্তর হচ্ছে: মুহম্মদ মুকিম
ব্যাখ্যা: ‘গুলে বকাওলী’ রােমান্টিক প্রণয়ােপাখ্যান ধারার একটি কাব্য। সতের শতকের কবি নওয়াজিস খান প্রথমে গুলে বকাওলী কাব্য রচনা করেন। এর পরে মুহম্মদ মুকিম, মুহম্মদ আলী, উমাচরণ মিত্রসহ অনেকেই \'গুলে বকাওলী\' নামে কাব্য রচনা করেন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।