আমরা যখন আয়নায় নিজেকে দেখি তখন আমরা যা দেখি তা বাস্তবতা নয় – আয়নায় প্রতিবিম্বটি আমাদের বাস্তবে যেভাবে দেখায় তার বিপরীত সংস্করণ। যেহেতু আমরা প্রতিদিন আয়নায় দেখি, আমরা এই উল্টানো ছবিটি দেখতে খুব অভ্যস্ত। অপরদিকে ক্যামেরা দিয়ে তোলা ছবিতে থাকে বাস্তব প্রতিফলন।