সঠিক উত্তর হচ্ছে: রাজা রঘুনাথ
ব্যাখ্যা:
মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন মূলত কবি। মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি \'চন্ডীমঙ্গল\' কাব্যটি লিখেন।
তার রচনার কৃতিত্ব স্বরূপ রাজা রঘুনাথ রায় তাকে \'কবিকঙ্কণ\' উপাধি প্রদান করেন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।