সঠিক উত্তর হচ্ছে: ২০৩৫
ব্যাখ্যা: পৃথিবী থেকে মঙ্গলে যেতে পাড়ি দিতে হবে গড়ে ১৪ কোটি মাইল। বর্তমানে মহাকাশযানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা দিয়ে মঙ্গল পর্যন্ত পৌঁছাতে মনুষ্যবিহীন অভিযানে ন্যূনতম সময় লাগে সাত মাস। আর মহাকাশযানে মানুষ থাকলে সময় লাগবে কমপক্ষে ৯ মাস। এই সমস্যার সমাধানে পারমাণবিক ইঞ্জিন ব্যবহারের কৌশল প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান আলট্রা সেফ নিউক্লিয়ার টেকনোলজিস (ইউএস এনসি-টেক)। তাদের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করলে তিন মাসেই পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছানো সম্ভব। অর্থাৎ যাত্রার সময় কমে মঙ্গল তখন পৃথিবীর আরও কাছে চলে আসবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৩৫ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চায়।