সঠিক উত্তর হচ্ছে: হিজল
ব্যাখ্যা: যেসব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায় তাদের পাতাঝরা উদ্ভিদ বলে। ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমির প্রধান বৃক্ষগুলোর মধ্যে গজারি, ছাতিম কুর্চি, বহেড়া, হিজল গাছ অন্যতম। এই বনভূমির অবস্থান ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর বনভূমি, গাজীপুর জেলার ভাওয়ালের উদ্যান, রংপুর ও দিনাজপুরের বরেন্দ্র বনভূমি অঞ্চলে শাল কাঠ ঘরের আসবাবপত্র বৈদ্যুতিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। \n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ৯ম ১০ম শ্রেনী]