ব্যাখ্যা: যে সকল বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অধিক পরিমানে কম্পিত হওয়ায় কণ্ঠ স্বর গভীর মনে হওঁয়, সেই সকল বর্ণ গুলিকে “ঘোষ বর্ণ” বলে। হ্ এবং স্পর্শ বর্ণের প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ ঘোষ বর্ণ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।