সঠিক উত্তর হচ্ছে: তৃতীয়া তৎপুুরুষ
ব্যাখ্যা: ? তৃতীয়া তৎপুরুষ সমাস\nপূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যথা :
\n ? মেঘ দ্বারা শূন্য = মেঘশূন্য [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
\n ? তেল দিয়ে ভাজা = তেলেভাজা [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯ ও ১০]
\n ? বাক্ দ্বারা দত্তা = বাগদত্তা [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ১২; পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী : ১৪]
\n ? মধু দিয়ে মাখা = মধুমাখা [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪; এলজিইডি’র সহকারী পরিচালক: ০৫]
\n ? মন দিয়ে গড়া = মনগড়া
\n ? ধনে আঢ্য = ধনাঢ্য
\n ? শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
\n ? এক দ্বারা ঊন = একোন
\n ? জন দ্বারা আকীর্ণ = জনাকীর্ণ
\n ? পাঁচ দ্বারা কম = পাঁচ কম (একশ)
\n ? পুষ্প দিয়া অঞ্জলি = পুষ্পাঞ্জলি
\n ? জ্ঞান দ্বরা শূন্য = জ্ঞানশূন্য
\nএরূপ- গুণমুগ্ধ, চিনিপাতা, ছাইচাপা, জ্ঞানশূন্য, তৃষ্ণার্ত, বন্যার্ত, বাক-বিতণ্ডা, বিদ্যাহীন, বুদ্ধিদীপ্ত, মনগড়া, ন্যায়সঙ্গত, স্বর্ণমণ্ডিত, মন্ত্রমুগ্ধ, রসাভিষিক্ত, শিশিরসিক্ত, ভিক্ষালব্ধ, হীরকখচিত, রত্নশোভিত।
\nপূর্বপদে বিভক্তির লোপ পেলে হয়, অলুক তৃতীয়া। যেমন- তেলেভাজা, কলেছাঁটা, তাতেবোনা, মায়েখেদানো, হাতেকাটা। \n