সঠিক উত্তর হচ্ছে: অর্কেস্ট্রা
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম।\nসুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি :\nতন্বী (১৯৩০)\nঅর্কেষ্ট্রা (১৯৩৫)\nক্রন্দসী (১৯৩৭)\nউত্তর ফাল্গুনী (১৯৪০)\nসংবর্ত (১৯৫৩)\nদশমী (১৯৫৬)\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]