সঠিক উত্তর হচ্ছে: অব্যয়ীভাব
ব্যাখ্যা: অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন—জলের অভাব=নির্জল, কূলের সমীপে=উপকূল ইত্যাদি।
\nউপজাতি = জাতির সদৃশ/ ক্ষুদ্র উপসাগর = সাগরের সদৃশ/ ক্ষুদ্র\nউপবৃত্তি = বৃত্তির সদৃশ
\n উপপত্নী = পত্নীর সদৃশ
\nউপবন = বনের সদৃশ/ক্ষুদ্র
\nউপশহর = শহরের সমীপে