সঠিক উত্তর হচ্ছে: নিস্ফল কামনা
ব্যাখ্যা: নিস্ফল কামনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। মানসী ১৮৯০ সালে প্রকাশিত হয়। মানসীর অন্যন্য উল্লেখযোগ্য কবিতার ভেতর আছে- দুরন্ত আশা, ভুল ভাঙা, কুহু ধ্বনি, সুরদাসের প্রার্থনা, মেঘদূত, অহল্যার প্রতি, আত্মসমর্পণ ইত্যাদি।[তথ্যসূত্রঃপ্রথম আলো সাহিত্য সাময়িকী ]