সঠিক উত্তর হচ্ছে: বীর বিক্রম
ব্যাখ্যা: স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় বীরত্বসূচক খেতাবের নতুন নামকরণ হয়:\n\nসর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ\n\n\nউচ্চ পদমর্যাদার খেতাব বীর উত্তম\n\n\nপ্রশংসনীয় পদমর্যাদার খেতাব বীর বিক্রম\n\n\nবীরত্বসূচক প্রশংসাপত্রের খেতাব বীর প্রতীক\n\n\n১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়। ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধকালে বা পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিট, সেক্টর, ব্রিগেড থেকে পাওয়া খেতাবের জন্য সুপারিশসমূহ এয়ার ভাইস মার্শাল এ. কে খন্দকারের নেতৃত্বে্ একটি কমিটি দ্বারা নিরীক্ষা করা হয়। এরপর ১৯৭৩ সালের ১৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব তালিকায় স্বাক্ষর করেন।\n\n১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:\n\nবীরশ্রেষ্ঠ - ৭ জন\n\n\nবীর উত্তম - ৬৮ জন\n\n\nবীর বিক্রম - ১৭৫ জন\n\n\nবীর প্রতীক - ৪২৬ জন\n