সঠিক উত্তর হচ্ছে: ঘরে-বাইরে, যোগাযোগ
ব্যাখ্যা: ঘরে-বাইরে\' ও \'যোগাযোগ\' উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে- বাইরে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বিমলা, নিখিলেশ,সন্দীপ। \'যোগাযোগ\' উপন্যাসের উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - কুমুদিনী, মধুসূদন। \'শেষের কবিতা\' উপন্যাসের উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - অমিত,লাবণ্য,শোভনলাল। \'চোখের বালি\' উপন্যাসের উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - মহেন্দ্র,বিনোদিনী,আশা।