সঠিক উত্তর হচ্ছে: ১৮৪০ সালে
ব্যাখ্যা: বাংলাদেশে ১৮৪০ সালে প্রথম চট্টগ্রামে চা চাষ শুরু হয়। আমাদের দেশে অধিক বৃষ্টিপাতের জন্য সিলেট,চট্টগ্রাম,পঞ্চগড় চা চাষের জন্য বিখ্যাত। বানিজ্যিক ভাবে চায়ের চাষ শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায়। বর্তমানে আমাদের দেশে ১৬৭ টি চা বাগান আছে। সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়।\n[তথ্যসুত্রঃ বাংলাদেশ চা বোর্ড]