ব্যাখ্যা: উষ্ম বা শিস ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় শাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাঁধা পেয়ে শিস জাতীয় ধ্বনি তৈরি করে তাকে উষ্ম বা শিস ধ্বনি বলে। উষ্ম ধ্বনি চারটি — শ, স, ষ , হ\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যকরণ বই ]\n
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।