সঠিক উত্তর হচ্ছে: বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা: নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য। তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন। তাঁর প্রথম নাটক আগুন। পরে তিনি রচনা করেন জবানবন্দী, এটি কৃষকজীবনের আলেখ্য। তাঁর প্রতিভার সার্থকতম নিদর্শন হলো নবান্ন নাটক। বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে। এছাড়া তাঁর রচিত নাটক হলো- মরাচাঁদ, কলঙ্ক, জীয়নকন্যা, গোত্রান্তর, অবরোধ। এছাড়া তাঁর উল্লেখযোগ্য দুটি গল্প হচ্ছে ‘জনপদ’ এবং ‘রাণী পালঙ্ক’। উৎস: বাংলাপিডিয়া।