সঠিক উত্তর হচ্ছে: ৩টি
ব্যাখ্যা: আইনের শাসনের মৌলিক শর্ত – ৩টি। যথা- ক) আইনের দৃষ্টিতে সকলে সমান খ) আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা ও গ) শুনানী গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। (তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি)