সঠিক উত্তর হচ্ছে: আটলান্টিক মহাসাগরে
ব্যাখ্যা: পৃথিবীতে যতোটুকু “রেইন ফরেষ্ট” বেঁচে বর্তে আছে এখোনো, তার ৫৪% ই আছে আমাজন এলাকার আড়াই মিলিয়ন ( ২৫ লক্ষ ) বর্গমাইল জুড়ে ।প্রতি বছর পৃথিবীতে যে বৃষ্টিপাত হয় তার বেশীর ভাগটাই পতিত হয় এই এলাকায়, এখানকার উষ্ণতা আর আদ্রতার কারনে । সারা বছর জুড়ে গড়পড়তা বৃষ্টিপাতের পরিমান ৬৯ ইঞ্চি থেকে ৭৯ ইঞ্চি । যদিও কখোনও কখোনও এই মাত্রা ৩৯০ ইঞ্চি ছাড়িয়ে যেতে পারে । তাই এই জঙ্গলকে ডাকতে হয় “রেইন ফরেষ্ট” বলেই ।