সঠিক উত্তর হচ্ছে: ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: \'অনল প্রবাহ\' কাব্যগ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজী। 
 ইসমাইল হোসেন সিরাজী(১৮৮০-১৯৩১):
- তিনি ছিলেন লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- ইসমাইল হোসেন সিরাজী একই সাথে বেশ কিছু সংগঠন ও দলের সদস্য ছিলেন, যেমন  ভারতীয় জাতীয় কংগ্রেস,  মুসলিম লীগ,  আঞ্জুমান-ই-উলামা-ই-বাঙ্গালা, জামিয়াত-ই-উলামা-ই-হিন্দ, স্বরাজ পার্টি ও কৃষক সমিতি। 
- সমসাময়িক পত্রিকা আল-এসলাম, ইসলাম প্রচারক,  প্রবাসী, প্রচারক, কোহিনূর, সোলতান, মোহাম্মদী,  সওগাত,  নবযুগ ও নবনূর প্রভৃতিতে সিরাজীর লেখা প্রকাশিত হতো। 
- তাঁর অধিকাংশ লেখাতেই ইসলামী ঐতিহ্য সংস্কৃতি ও উত্তরাধিকারকে উদ্দীপ্ত করে তোলার প্রয়াস ছিল। 
- তিনি আধুনিক শিক্ষা ও সত্যিকার ইসলামী শিক্ষার পক্ষে বক্তব্য রেখেছিলেন। 
- ইসমাইল হোসেন সিরাজী সিরাজগঞ্জে কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জমিদার ও মহাজন বিরোধী আন্দোলনে কৃষকদের সংগঠিত করেন।
ইসমাইল হোসেন সিরাজীর কাব্য গ্রন্থগুলি হচ্ছে
- অনল প্রবাহ (১৯০০), 
- আকাঙ্ক্ষা (১৯০৬), 
- উচ্ছ্বাস (১৯০৭), 
- উদ্বোধন (১৯০৭), 
- নব উদ্দীপনা (১৯০৭), 
- স্পেন বিজয় কাব্য (১৯১৪), 
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬), 
- প্রেমাঞ্জলি (১৯১৬)।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে 
- রায়নন্দিনী (১৯১৫), 
- তারাবাঈ (১৯১৬), 
- ফিরোজা বেগম (১৯১৮) ও
- নূরুদ্দীন (১৯১৯)। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।