নিচের অপশন গুলা দেখুন
- দাশরথি রায়
- ফকির গরীবুল্লাহ
- রামরাম বসু
- রামনিধি গুপ্ত
- কবিগানের যুগে পাঁচালী গান নামে এক ধরণের গান প্রচলিত ছিল।
- পাঁচালী গানের রচয়িতাদের মধ্যে শক্তিশালী ও বিখ্যাত কবি ছিলেন দাশরথি রায়।
- তিনি খ্যাত ছিলেন দাশুরায় নামে। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।
তার একটি বিখ্যাত রচনা -
\'\'হৃদিবৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি।
ওহে ভক্তপ্রিয়! আমার ভক্তি হবে রাধাসতী।।
মুক্তি-কামনা আমারি, হবে, বৃন্দে গোপনারী,
দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী।।\'\'
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।